বুমরাহকে ‘বানর’ বললেন ইংলিশ ধারাভাষ্যকার, সমালোচনার ঝড়

2 weeks ago 14

ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইসা গুহা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটে। 

বুমরাহ প্রথম ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে দুইটি দ্রুত উইকেট শিকার করেন। তার সেই পারফরম্যান্সের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় লি বলেন, ‘বুমরাহ আজ পাঁচ ওভারে ২ উইকেট দিয়ে মাত্র ৪ রান খরচ করেছেন। এটাই নেতৃত্বের উদাহরণ।’ 

এরপরই ইসা গুহা মন্তব্য করেন, ‘বুমরাহ তো দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। বলা যায়, ‘মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট’।’ গুহার এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। 

গুহার এই ‘প্রাইমেট’ শব্দটি অনেকের কাছে ২০০৮ সালের ‘মাংকিগেট’ বিতর্কের স্মৃতি ফিরিয়ে এনেছে। সিডনিতে সেই সময় ভারতীয় স্পিনার হরভজন সিং অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল। সেই ঘটনায় হরভজনকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরে আইসিসির আপিলের পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও সাইমন্ডস স্বীকার করেছিলেন যে, ওই মন্তব্য তাকে গভীরভাবে আঘাত করেছিল। 

গুহার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক ভারতীয় সমর্থক তার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। 

এর মাঝেই বুমরাহ নিজের পারফরম্যান্সের ধারা বজায় রেখে সিরিজে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন। এই সিরিজে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন মাত্র ১২.১৭ গড়ে। তার ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৯০-এ, গড় ১৯.৮২।  

Isha Gua is gwetting cancelled. She just called Bumrah the MVP, "Most valuable primate" #AUSvIND

— Matt Krawczyk (@mjkrawz) December 15, 2024

Monkey gate! Isha just called bumrah a primate hahah

— rainy days (@wheresistherain) December 15, 2024 
Read Entire Article