আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিতব্য ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মসে জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খবরের কাগজ’।
আগামী ১২ থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। সেখানকার স্বল্পদৈর্ঘ্য বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে ‘খবরের কাগজ’। এ ছবির চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান সবুজ। এটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
ছবিটিতে অভিনয় করেছেন রায়হানা কবির ও ইরফান হাইউম।
নির্মাতা জানান, একটি অন্ধকার রাতের ঘটনার মধ্য দিয়ে গল্পের শুরু। ধীরে ধীরে তা পরিণত হয় এক আত্মসমালোচনার যাত্রায়। মানুষের ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল স্বীকার করা এবং সংশোধনের দিকে এগিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি কি আমাদের থাকে? ‘খবরের কাগজ’ ঠিক এই প্রশ্নটিই তোলে দর্শকের সামনে।
সামাজিক বাস্তবতা ও আত্মজিজ্ঞাসার মিশেলে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নির্মাতা দলের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
এলআইএ/জেআইএম