বুশের মতো ‘ভুল’ করছেন ট্রাম্প

2 months ago 6

যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।

সংগঠনটি অভিযোগ করেছে, ইরান যুদ্ধের জন্য ট্রাম্প ‘নিউক্লিয়ার অস্ত্র’ ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন, ঠিক যেমনটি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে।

সিএআইআর এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প জর্জ বুশেরই সেই পুরোনো ভুলগুলো আবার করছেন। যেমন ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল না এবং তারা এমন অস্ত্র তৈরিও করছিল না। তেমনই ইরানও পারমাণবিক অস্ত্র রাখছে না এবং এমন কিছু করছে না।

সংগঠনটি ট্রাম্পের তেহরানবাসীদের জন্য ‘অত্যাবশ্যক সরিয়ে নেওয়ার’ আহ্বানকেও কঠোরভাবে নিন্দা জানায় এবং এটিকে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপট তৈরির চেষ্টার অংশ বলে উল্লেখ করে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হয়তো পাঠাবো, তবে সেটা নির্ভর করছে আমি ফিরে গিয়ে কী দেখতে পাই তার ওপর।

তিনি দাবি করেন, ইরান প্রায় পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। যদিও মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, ইরান এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয়।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article