বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

2 weeks ago 5
বাংলাদেশি প্রযোজক এস এম নাজমুল হকের প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কক কক ককক’ নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিএইএফএফ) ‘ভিশন এশিয়া’ বিভাগে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিএই) ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আসামের তরুণ নির্মাতা মহার্শি তুহিন কাশ্যপ। ছবির সিনেমাটোগ্রাফিতে ছিলেন বাংলাদেশের শিংখানু মারমা। ম্যাজিক রিয়ালিস্ট ঘরানার হরর ড্রামা ‘কক কক ককক’-এ উঠে এসেছে আসামের গুয়াহাটি শহরের অভিবাসীদের টিকে থাকার সংগ্রাম, পরিচয়ের সংকট ও সামাজিক টানাপড়েন। চলচ্চিত্রটি মূলত নির্মিত হয়েছিল নাজমুল হকের গবেষণা প্রকল্প হিসেবে। চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রাজু রায়, এসথার জামা পাউলিনো কেনি, রূপজ্যোতি দাস, মানিক রায়, মনোজ গগৈসহ আরও অনেকে। প্রযোজক নাজমুল হক বলেন, ‘এই চলচ্চিত্র জন্ম হয়েছে স্মৃতি, ভয়, আশা আর প্রতিবাদ থেকে। পরিচয় ও বৈচিত্র্যের যে সহাবস্থান একসময় ছিল, আজ তা প্রশ্নবিদ্ধ। আমি চাই এই চলচ্চিত্র দলিল হয়ে থাকুক, প্রতিরোধ হয়ে উঠুক।’ ‘ভিশন এশিয়া’ বিভাগে সাধারণত এশিয়ার তরুণ নির্মাতাদের সাহসী ও পরীক্ষাধর্মী কাজগুলো স্থান পায়, যেগুলো ভবিষ্যতে এশিয়ান সিনেমার দিকনির্দেশনা দিতে পারে। চলচ্চিত্রটির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন সম্পাদক সাদাং আরাঙহাম ও সাউন্ড ডিজাইনার অর্ণব বরা। আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হবে এ বছরের উৎসব। 
Read Entire Article