বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

4 hours ago 4

আফগানিস্তানের বাঁচামরার ম্যাচ। হারলেই বাদ। অন্যদিকে অস্ট্রেলিয়া হারলে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচের দিকে। ইংলিশরা জিতে গেলে বাদ পড়বে অস্ট্রেলিয়া। অর্থাৎ অসিদের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বের।

এমন ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আফগানদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত গতিতে রানের চাকা ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)।

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এ মুহূর্তে ক্রিকেটভক্তদের প্রশ্ন, আর যদি খেলা শুরু না হয় তাহলে কে জিতবে?

তাদের জন্য বলা, ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। এর কম হলে এবং খেলা শুরু করা না গেলে ওই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।

এমএইচ/এএসএম

Read Entire Article