বৃষ্টিতে বাইক চালাতে সাবধান না হলে বিপদ

4 hours ago 4
সকালে রোদ দেখে বাইক নিয়ে বের হলেন, কিছুদূর যাওয়ার পর হঠাৎ এক পশলা বৃষ্টি! এ অভিজ্ঞতা বর্ষাকালে আমাদের প্রায় সবারই আছে। আর এই সময়টাতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়—বিশেষ করে বাইক চালাতে গিয়ে। কারণ ভেজা রাস্তায় একটুখানি ভুলেই বড় বিপদ হয়ে যেতে পারে। তাই বাইক চালানোর আগে বর্ষাকালের জন্য কিছু বাড়তি সতর্কতা নেওয়া দরকার। একটু সাবধান হলেই কিন্তু বড় ঝুঁকি এড়ানো যায়। আরও পড়ুন: মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে এমন ১১ অভ্যাস জেনে নিন আরও পড়ুন: যেসব প্রাকৃতিক উপায়ে দাড়ি ঘন ও মজবুত করতে পারবেন চলুন দেখে নিই, বৃষ্টির সময় বাইক চালাতে কোন কোন বিষয় খেয়াল রাখা খুব জরুরি: ১. গতি কমান, নিরাপদে থাকুন ভেজা রাস্তায় বাইক জোরে চালানো মানেই বিপদ ডেকে আনা। রাস্তা পিচ্ছিল থাকে, হঠাৎ ব্রেক কষলে বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই গতি কমিয়ে, ধীরে ধীরে চালান—বিশেষ করে মোড় নেওয়ার সময়। ২. অন্য গাড়ির সঙ্গে দূরত্ব রাখুন বৃষ্টির সময় ব্রেক ধরতে একটু বেশি সময় লাগে। তাই বাইকের সামনে থাকা গাড়ির থেকে বেশি দূরত্ব রাখুন। এতে হুট করে কেউ থেমে গেলে আপনারও থামতে সময় পাবেন। ৩. ব্রেক ঠিক আছে তো? ব্রেক ভালোভাবে কাজ করছে কি না, সেটা আগে দেখে নিন। প্রয়োজনে ব্রেক অয়েল লাগান। ভেজা রাস্তায় যেকোনো সময় হঠাৎ ব্রেক ধরতে হতে পারে—তখন যেন কোনো সমস্যা না হয়। ৪. হেলমেট পরতেই হবে হেলমেট শুধু আইন মানার জন্য না, নিজের জীবনের জন্যও জরুরি। আর বর্ষাকালে এটি চোখেও পানি পড়া থেকে রক্ষা করে। কালো গ্লাস নয়, বরং সাদা বা হালকা রঙের গ্লাস ব্যবহার করুন—রাস্তাও ভালো দেখবেন, চোখও সুরক্ষিত থাকবে। ৫. হেডলাইট অন রাখুন বৃষ্টির সময় সবকিছু ঝাপসা লাগে। তাই বাইক চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে রাখুন—এতে সামনের গাড়ি আপনাকে সহজে দেখতে পাবে। ৬. রেইনকোট রাখুন সঙ্গে ছাতা হাতে বাইক চালানো সম্ভব না। তাই বর্ষাকালে রেইনকোট রাখুন ব্যাগে। হঠাৎ বৃষ্টি এলে সেটা পরেই চলুন—বৃষ্টিও লাগবে না, ঠান্ডাও ধরা পড়বে না। ৭. চেন পরীক্ষা করুন বৃষ্টির পানি আর কাদা মিলে বাইকের চেনে জং ধরতে পারে। তাই চেন নিয়মিত পরিষ্কার করুন, প্রয়োজনে লুব্রিক্যান্ট ব্যবহার করুন। এতে বাইকের পারফরম্যান্স ভালো থাকবে। ৮. টায়ার ঠিক আছে তো? ভেজা রাস্তায় ভালো গ্রিপ না থাকলে চাকা স্কিড করতে পারে। তাই টায়ারে পর্যাপ্ত হাওয়া আছে কি না, টায়ারের দাগ ঠিক আছে কি না—এসব দেখে নিন। ভালো টায়ার থাকলে ব্রেক ধরলেও বাইক খুব সহজে পিছলে পড়বে না। আরও পড়ুন: ঘুম না আসার পেছনে আপনার ৫ ভুল আরও পড়ুন: ফ্রিজে রাখা ময়দা কি আসলেই বিষ? জানুন পুষ্টিবিদের বক্তব্য এক কথায় মনে রাখুন, বৃষ্টির দিনে বাইক মানেই বাড়তি সতর্কতা। তাড়াহুড়া না করে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে বাইক চালান—নিজের এবং অন্যদের নিরাপত্তার জন্য।
Read Entire Article