বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

1 month ago 35

জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা পর্যন্ত সড়কের মোগল মোড় সংলগ্নে একটি অংশ ধসে গেছে। এতে প্রতিদিন শত শত যানবাহনসহ ২০ গ্রামের ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ও সেইসঙ্গে বিচ্ছিন্ন হবে যোগাযোগ ব্যবস্থা।

জানা গেছে, সম্প্রতি টানা বর্ষণের কারণে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা পর্যন্ত সড়কের মোগল মোড় সংলগ্ন একটি অংশ ধসে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সংস্কার করা হয়নি ধসে যাওয়া অংশটি। স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।

সরেজমিন দেখা যায়, সড়কের একপাশের বেশিরভাগ অংশ পাশের খালে ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ভটভটি, ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।

ভ্যানচালক করিম মণ্ডল, রেজাউল প্রামাণিক ও ইজিবাইকচালক হায়দার আলী বলেন, এ সড়ক দিয়ে ২০ গ্রামের ৫০ হাজার লোক চলাচল করে। প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি জনসাধারণের জন্য সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন মিয়া বলেন, সড়কটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা উচিত।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা বাজার রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। বিগত অতিবৃষ্টির কারণে বেশিরভাগ অংশ পাশের খালে ধসে পড়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা মেরামত করে ফেলতে পারব। রাস্তাটি মেরামত হলে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

Read Entire Article