বৃষ্টির পানিতে তলিয়েছে বিমানবন্দর সড়ক, যানজট-ভোগান্তি চরমে

1 day ago 6
বৃষ্টির পানিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সামনের সড়ক তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ছাড়া দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, অনেকে লাগেজ হাতে, পায়ে হেঁটেই এগিয়েছেন। আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। জলাবদ্ধতার কারণে সময়মতো টার্মিনাল পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়। অনেকে যাত্রী বাধ্য হয়ে মোটরসাইকেল করে পানি পাড়ি দিয়েছেন, তবে এরজন্য গুনতে হয়েছে ২০০-৩০০ টাকা। এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হয়ে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
Read Entire Article