বৃষ্টিহীন মেঘ
শাহানাজ শিউলী
এক অলৌকিক ঘোর অমানিশা
চারিদিকে অজানা হৃৎকম্প
কোথাও নেই প্রেমাঞ্চল রোদ্দুর
আত্মার অন্তরভেদী আর্তনাদে
কেঁপে ওঠে শূন্য ঘর।
প্রীতির সাঁকো ভেঙে গেছে বহু আগে।
সেতার বাজে না প্রকৃতির আঙুলে
মেঘের আঁখিতে নেই দীপ্তময় ফোয়ারা
অন্তরীক্ষের বুকজুড়ে বৃষ্টিহীন মেঘ।
****
আষাঢ়ের বৃষ্টি
বিপুল চন্দ্র রায়
আকাশে ঘন কালো মেঘে ঢাকা,
গুরু গুরু মেঘের ডাক হাঁকে।
বিদ্যুতের চমকে ঝলকে ওঠে আলো,
ভেসে আসে বৃষ্টির মিষ্টি গান।
পাতায় পাতায় জলকণা গাছের স্নান,
মাটির সোঁদা গন্ধে ভরে ওঠে মন।
শিশির ভেজা ঘাসফড়িংয়েরা নাচে,
নতুন প্রাণের ছোঁয়া যেন সবখানে।
শহরের কংক্রিটে, গ্রামের সবুজ মাঠে,
বৃষ্টির ছন্দে যেন সব বাঁধা পড়ে।
নতুন এক সুর বাজে প্রকৃতির বীণায়,
আষাঢ়ের বৃষ্টিতে ধরণী জুড়ায়।
****
মেঘলা মনের হালকা বৃষ্টি
উম্মে সালমা
আকাশটা অনেক মেঘলা, মনটা আজ একটুখানি একলা।
জীবনটা হয়তো পরিবর্তিত, বৃষ্টি আজও অপরিবর্তিত।
একলা মনে মেঘলা আকাশে করেছি শুধু একটাই জয়,
বৃষ্টির টুপটাপ আবরণ। মেঘলা মনের হালকা বৃষ্টি,
বৃষ্টির একেকটা ফোঁটা সৃষ্টির নতুন আবির্ভাব;
বিশ্বাস করি বৃষ্টির মাঝেও আছে নতুন কোনো সৃষ্টি।
ঝরে অবিরত অঝোর বৃষ্টিতে নদী-নালা অতল সমুদ্র
এই অতল সমুদ্রেরও হয়তো নতুন নামের আবির্ভাব।
যা হয়তো মানুষেরও জানা, হয়তো অজানা নয় বলে
মেঘলা মনের মতো না হলেও হালকা বৃষ্টির আবির্ভাব।
ছুঁয়ে যায় আমায়, নতুন সৃষ্টিতে মেঘলা মনের বৃষ্টিতে।
এসইউ/জিকেএস