বৃহস্পতিবার চার বিভাগে বৃষ্টির আভাস

1 month ago 17

 

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি হতে পারে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। আপাতত এই দুই দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/ইএ/জেআইএম

Read Entire Article