বৃহস্পতিবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না

5 months ago 12

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জের দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইলসহ শহরের অধিকাংশ এলাকায় বৃহস্পতিবার (২২ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি এলাকায় সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সোনারগাঁও পৌর এলাকাগামী বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এনএস/এসএএইচ/এমএস

Read Entire Article