বৃহস্পতির উপগ্রহ চাঁদে বরফের সমুদ্র!
বৃহস্পতি গ্রহের চাঁদে পানি আছে কি না তা পর্যবেক্ষণে মহাকাশযান পাঠাল নাসা। বিজ্ঞানীদের ধারণা, বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপায় বরফে ঢাকা বিশাল গুপ্ত সমুদ্র রয়েছে। নাসা জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডা থেকে ইউরোপার উদ্দেশে এ মহাকাশযানের উৎক্ষেপণ হয়। স্পেসএক্সের ফ্যালকন রকেট ইউরোপার দিকে পাড়ি দিয়েছে। সাড়ে পাঁচ বছর পর যানটি সেখানে পৌঁছতে পারবে। এ অভিযানের নাম ইউরোপা ক্লিপার। নাসা জানিয়েছে, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। ইউরোপা বাসযোগ্য হতে পারে অভিযান সফল হলে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারবেন, সেখানে গুপ্ত সমুদ্র আছে কিনা। নাসার কর্মকর্তা জিনা ডিব্র্যাসিও জানিয়েছেন, ইউরোপাতে