‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু আজ
দেশবিদেশের ৮০০ প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন শুরু হচ্ছে আজ। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এবারের সংলাপে সংবাদপত্রের স্বাধীনতা ও ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার; সবুজ শক্তি ও জলবায়ু পরিবর্তন; বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক সমস্যা; বৈশ্বিক সংঘাত ও ভূ-রাজনীতির ল্যান্ডস্কেপ এবং মানবাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, বে অব বেঙ্গল কনভারশেসনে ৭৭টি সেশন হবে। গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিকসহ বিভিন্ন পেশার