বেক্সিমকোর প্রতিষ্ঠান নিয়ে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

1 month ago 28

শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিশোধ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

কমিটিকে সহায়তাদানকারী হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসককেও কমিটিতে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদ কমিটিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রমিক অসন্তোষ নিরসনে আশু, মধ্যমেয়াদি ও স্থায়ী সমাধানের সুপারিশ দিতে বলা হয়েছে।

এছাড়া বেক্সিমকো ছাড়াও এমন প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ নিশ্চিতকরণের জন্য করণীয় নির্ধারণের দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দি। 

হাইকোর্টের নির্দেশে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপে গত ১০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ আংশিক স্থগিত করেন আপিল বিভাগ।

আরএমএম/ইএ

Read Entire Article