বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানান তিনি। শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। তার রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপোষহীনতা— সবই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। শোকবার্তায় তিনি আরও বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানান তিনি। শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। তার রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপোষহীনতা— সবই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। শোকবার্তায় তিনি আরও বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow