বেদনাদায়ক মৌসুম শেষ করে ভক্তদের ধন্যবাদ জানালেন হামজা

3 months ago 5

এক মৌসুমে দুই কূলই হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবার ধারে খেলেছিলেন চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। প্রিমিয়ার লিগে ওঠার দারুণ সুযোগ ছিল হামজার ক্লাব শেফিল্ডের সামনে।

কিন্তু শেষ পাঁচ ম্যাচের দুটি হেরে ও একটি ড্র করে পিছিয়ে পড়ে শেফিল্ড। তৃতীয় হলে লিগ শেষ করে হামজাদের খেলতে হয় প্লে-অফ। দুর্দান্ত খেলে প্লে-অফের ফাইনালেও উঠেছিল শেফিল্ড। ফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে লিডও নিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় প্রিমিয়ার লিগে ওঠা হয়নি হামজাদের।

এদিকে হামজার মূল দল লেস্টার সিটিও এ বছর প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দুই দিক দিয়েই দুঃসংবাদ পেয়েছেন হামজা। বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের বছরটিতে ঘরোয়া ফুটবল মৌসুম হয়ে থাকলো বেদনাদায়ক।

স্বপ্নভঙ্গের দুইদিন পর হামজা নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমটাকে বেদনায়ক হিসেবেই উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘কি এক বেদনাদায়ক মৌসুম শেষ করলাম! কি বলবো- গত কয়েকদিন ধরে আমি তার সঠিক শব্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলাম। মনে হচ্ছে আমরা আরও অনেক কিছু করার যোগ্য ছিলাম; কিন্তু যা লেখা হয়েছে তা হয়নি! শেফিল্ড ইউনাইটেডের সাথে যুক্ত সকলকে, আমার সকল সতীর্থকে এবং এখানে আমার সময়কে এত স্মরণীয় করে তোলার জন্য প্রতিটি ভক্তকে ধন্যবাদ জানাতে চাই! এই বিশেষ ক্লাবে খেলতে এবং প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব পছন্দ করি এবং ভালোবসি।’

আরআই/আইএইচএস/

Read Entire Article