বেনাপোল-ঢাকা, খুলনা-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

2 weeks ago 15

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা নতুন রুটে ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। ওইদিন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুই জোড়া যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করবেন। এ ট্রেনে পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনায়, বেনাপোলে পৌঁছানো যাবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোল ও খুলনায় নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে ও খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নিয়মিত যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা বা বেনাপোল পৌঁছানো যাবে।

বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের খুলনা যেতে ৫ ঘণ্টা ৩৫ মিনিট এবং বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে।

বেনাপোল থেকে ৮২৭/৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে। বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।

অপরদিকে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। এই ট্রেনটির বিরতি স্টেশন নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। দুটি ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।

এছাড়াও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি যশোর জংশন, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন চালুর জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে বেনাপোল থেকে ছেড়ে যাবে ট্রেনটি।

জামাল হোসেন/এফএ/জেআইএম

Read Entire Article