বেনাপোল-শার্শা সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

1 day ago 7

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা মূল্যের শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা। এগুলো বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।

মো. জামাল হোসেন/জেডএইচ/জেআইএম

Read Entire Article