বেনাপোলে বিজিবির অভিযানে সাপের বিষ-কোকেন উদ্ধার

2 weeks ago 20

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় এক কেজি ২০০ গ্রাম কোকেন ও সাপের বিষ উদ্ধার করা হয়েছে। তবে বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেনাপোল বিওপির একটি দল বেনাপোল রেল স্টেশনের উত্তর পাশ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

আরেক অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবের গ্রামের পোস্ট অফিসের পূর্ব পাশে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় আরও একটি ব্যাগ থেকে সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার মাদকদ্রব্য ও সাপের বিষের সিজার মূল্য ৭৮ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

মো. জামাল হোসেন/এমআরএম

Read Entire Article