যশোরের বেনাপোলে ভারতফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এবং সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের বাজারমূল্য ২৮ লাখ চার হাজার ৯১৫ টাকা।
যার মধ্যে যাত্রীদের ব্যাগ থেকে শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, কসমেটিকস সামগ্রী এবং সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেলে বেনাপোল বিওপি, সীমান্তের চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এবং সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব পণ্য ও মাদক জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচার করায় সময় সেগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিজিবির টহলদলের উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়নে এবং পণ্যগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমকেআর