বেপরোয়া প্রাইভেটকারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেলো সাইকেল আরোহীর

2 months ago 66

চট্টগ্রামে প্রাইভেটকারের চাপায় পৃষ্ট হয়ে ওসমান গনি শাকিব (১৯) নামের এক সাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পোল মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এই ঘটনায় লাইসেন্সবিহীন প্রাইভেটকারসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

নিহত ওসমান গনি শাকিব বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যাংছড়ি থানাধীন বাইশারি ইউনিয়নের পূর্ব বাইশারী গ্রামের মোহাম্মদ নাছিরের ছেলে। শাকিব হালিশহর কে ব্লকের ৬ নম্বর রোডে একটি ভবনে থাকতেন তিনি।

অন্যদিকে আটক হওয়া ঘাতক প্রাইভেটকার চালক হলেন তানিম হোসেন রাব্বি (১৯)। তিনি হালিশহর এল ব্লক ১ নম্বর রোডের এরশাদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি সাদা রঙের হোন্ডা সিভিক কারটি অতিরিক্ত গতিতে এসে বাইসাইকেলে চড়া তরুণ শাকিবকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে মাথা কারের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাকিব।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাব্বি নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/এমআইএইচএস

Read Entire Article