বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

2 weeks ago 8

বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সুইজারল্যান্ডের দাভোসে স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে পৃথক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেলজিয়ামের রাজা

আরও পড়ুন

তিনি জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। চার দিনের সফরের প্রথম দিন থেকেই তিনি মূল অনুষ্ঠানের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন।

সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

ডব্লিউইএফের সম্মেলনে যোগ দিতে গত সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এমইউ/এমকেআর/জেআইএম

Read Entire Article