বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

1 hour ago 2

নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় টেকসই উন্নয়ন, সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও যুবসমাজের ক্ষমতায়নসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও তারা জোর দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এমইউ/এমআরএম/জিকেএস

Read Entire Article