‘বেলুচিস্তান’ মন্তব্যে তোপের মুখে সালমান খান

3 weeks ago 9

সৌদি আরবের জয় ফোরাম ২০২৫-এ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা। এক মঞ্চে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির। একই মঞ্চে তাদের খোলামেলা আড্ডা আর মজার মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে । কিন্তু বলিউড সুপারস্টার সালমান খান যখন সৌদি আরবে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ও বৈচিত্র্যময় দর্শক সমাজ নিয়ে কথা বলছিলেন, তখন তার ‘বেলুচিস্তানকে’ উল্লেখ করা নিয়ে সৃষ্টি হয় শোরগোল, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল ভারতীয় সিনেমার বিবর্তন ও তার আন্তর্জাতিক বিস্তার নিয়ে । তবে সালমান খানের একটি মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় নেট দুনিয়ায়। 

তিনি সৌদি আরবে ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা ও দেশের বৈচিত্র্যময় দর্শকসমাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘এই মুহূর্তে যদি সৌদি আরবে কোনো হিন্দি সিনেমা রিলিজ করা হয়, সেটি সুপারহিট হবে। আর যদি তামিল, তেলেগু বা মালায়ালাম ছবি তৈরি করা হয়, তা শত কোটির ব্যবসা করবে, কারণ এখানে বহু দেশের মানুষ কাজ করছেন। এখানে আছে বেলুচিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ। সবাই এখানে কাজ করছেন।'

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয় তুমুল আলোচনার। অনেকেই প্রশ্ন তোলেন- সালমান খানের ‘বেলুচিস্তান’ উল্লেখটি কি ভৌগোলিক ভুল, নাকি ইচ্ছে করেই বলা? নেটিজেনদের একাংশ মনে করেন, বেলুচিস্তান কোনো স্বতন্ত্র দেশ নয়, বরং পাকিস্তানের একটি প্রদেশ। ফলে অভিনেতার বক্তব্যে তথ্যগত ত্রুটি ছিল। 

অন্যদিকে, কিছু ভক্তের দাবি, সালমানের মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, তিনি কেবল সৌদি আরবে কাজ করা বহুজাতিক সম্প্রদায়কে স্বীকৃতি দিতে চেয়েছেন।

Read Entire Article