বেসরকারি মডিকেল কলেজে নির্বাচনী আমেজ
দেশের বেসরকারি মেডিকেল কলেজ সমূহের মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)।২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন জয়েন্ট স্টক কোম্পানীতে রেজিষ্ট্রেশন পায় ২০১০ সালে। প্রতিষ্ঠার পর বিগত ১৫ বছরে এই সংগঠনে অফিসধারী (অফিস বেয়ারার) নির্বাচনের জন্য কোন নির্বাচন হয়নি। সব সময় সিলেকশনের মাধ্যমে কতিপয় পদবীধারীরা পদে আসীন হয়েছেন। বর্তমান কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৪ মেয়াদের জন্য দায়িত্ব [...]