‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ৬ সাংবাদিক

5 hours ago 7

নগরের বিভিন্ন সমস্যা, সংকট, দুর্নীতি ও সম্ভবনা তুলে ধরে ‌‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ছয় সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। এবার পাঁচটি ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। টেলিভিশন রিপোর্টার ক্যাটাগরিতে এবার যৌথভাবে দুজন পুরস্কার পেয়েছেন।

নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, সেবা ও জনদুর্ভোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হোসাইন।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে এখন টিভির দেলোয়ার হোসাইন দোলন ও বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং নগর বিষয়ে অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি ইনস্টিটিউটের সাবেক পরিবেশ ও নগরায়ণ সম্পাদক স্থপতি সুজাউল ইসলাম খান।

এএএইচ/জেএইচ/জেআইএম

Read Entire Article