`বেহেস্তের টিকেট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি'

গত ১০ বছরে জামায়াতে ইসলামী শেখ হাসিনার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেস্তের টিকেট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। কিন্তু  ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হলে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতোদিন সমানে চিৎকার দিলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। অথচ মানুষকে বোকা বানানো শিক্ষা ইসলামের নেই।  জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না, বুঝতে পারবেও না। জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল সই করেনি উল্লেখ করে তিনি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

`বেহেস্তের টিকেট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি'

গত ১০ বছরে জামায়াতে ইসলামী শেখ হাসিনার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেস্তের টিকেট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। কিন্তু  ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হলে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতোদিন সমানে চিৎকার দিলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। অথচ মানুষকে বোকা বানানো শিক্ষা ইসলামের নেই। 

জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না, বুঝতে পারবেও না।

জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল সই করেনি উল্লেখ করে তিনি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow