উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তার পরও কমেছে বৈদেশিক অর্থছাড়। মূলত রাজনৈতিক পালাবদলের পর নানান কারণে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। এসব কারণে কমেছে বৈদেশিক অর্থছাড়। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের অর্থছাড়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।
সম্প্রতি ইআরডি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ছয় মাসে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৩ দশমিক ৫৩২ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৯৮৯ বিলিয়ন ডলার।
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও আগের নেওয়া ঋণের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ ক্রমান্বয়ে বাড়ছে। অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ১ দশমিক ৫৬৭ বিলিয়ন ডলার।
এমওএস/এমএইচআর/জিকেএস