বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চে নদী পার হতে আসা যাত্রীদের ফেরিঘাটে পাঠানো হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হবে।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, নদী উত্তাল থাকায় নৌদুর্ঘটনা এড়াতে বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। ঘাটে আসা যাত্রীদের ফেরিঘাটে পাঠানো হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে কিছুটা বাতাস থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম