বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

1 week ago 15

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্তদের দায় থেকে অব্যাহতি দেবে সরকার। ইতোমধ্যে ৩৫ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সিআরপিসি ১৭৩-এ অনুযায়ী সর্বমোট ৩৫ জনের অব্যাহতির জন্য তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ৩৫ জনের মধ্যে ঢাকা জেলার ৪ জন, আরএমপির ৮ জন, ডিএমপির ৪ জন, গাজীপুর জেলার ১ জন, কুড়িগ্রাম জেলার ১৮ জন আসামি রয়েছেন।

প্রেস সচিব আরও জানান, এই প্রক্রিয়া আরো ১১৬টি অভিযোগ প্রক্রিয়াধীন। এর মধ্যে ডিএমপিতে ১০৩ জন ও গাজীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং ঢাকা জেলায় ৯ জনের বিষয়ে রিপোর্ট দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Read Entire Article