বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রিমনের পদত্যাগ

8 hours ago 9

লক্ষ্মীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন পদত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পোস্টে রিমন লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গর্বের প্ল্যাটফর্ম। এটা কারও ব্যক্তিগত সংগঠন না, এটা বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন। এটা বিপ্লবীদের সংগঠন; কিন্তু একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্ল্যাটফর্মকে আজকে হাসির পাত্রে পরিণত করেছে।

তিনি আরও লেখেন, আমি রেদওয়ান হোসাইন রিমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি বিপ্লবীদের সংগঠন হবে বিপ্লবীদের মাধ্যমে, কোনো স্বার্থান্বেষী মহলের হাতের পুতুল হিসেবে না। যখন খুশি খুললাম যখন খুশি বন্ধ করলাম, এটা কোনো বিপ্লবী সংগঠন হতে পারে না। তাই সকল বিবেচনায় আমি লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। বিপ্লবীরা কখনো কারও হাতের পুতুল হয় না। তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান রাফি কালবেলাকে বলেন, আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে জুলাই বিপ্লবে ব্যাপক অবদান রেখেছে রিমন। এখন সরে যাওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা। এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত কিছু দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে কেন্দ্র থেকে প্ল্যাটফর্মের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন আবার কার্যক্রম চালু করে কমিটিগুলো রিফর্ম করার কথা বলা হয়েছে। এর মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কেউ আবার ব্যক্তিগত পেশায় মনোযোগী হয়েছে। এসব কারণে আগের কেউ কেউ হয়তো রিফর্ম কমিটিতে আসতে চাইবে না। সেক্ষেত্রে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Read Entire Article