বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একক কারও কৃতিত্ব নেই : শিবির সেক্রেটারি

1 week ago 12
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারও কৃতিত্ব নেই। সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছে। বুধবার (২০ নভেম্বর) ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এক শ্রেণির মানুষ ফ্যাসিবাদে জড়িতদের মামলা থেকে রক্ষার জন্য কাজ করছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে তার শ্রেণিতে প্রথম হতে হবে। শিক্ষকের প্রিয়পাত্র হতে হবে। তবেই ছাত্রশিবিরের কর্মিরা অন্যদের থেকে ব্যতিক্রম হবে। ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এসএম সালাউদ্দিন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হুসাইন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যপক খিয়ামউদ্দিন প্রমূখ।
Read Entire Article