বৈষম্যহীন রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা
বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়তে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সরকারের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার মনে হয়, আমাদের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। এই সরকার যখন যাত্রা শুরু করেছিল তখন প্রশাসনিক বলেন- আইন-শৃঙ্খলা বলেন, বিচারই বলেন- সবক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি প্রাথমিকভাবে সামাল দিয়ে তারপর কাজ শুরু করতে হয়েছে। আপনি যদি দেখেন সবক্ষেত্রে