‘বৈসাবি’ ঘিরে পাহাড়ে বেড়েছে কোমর তাঁতের ব্যস্ততা

1 day ago 6

ঈদুল ফিতরের আমেজ না কাটতেই পাহাড়ের বিভিন্ন জনপদে বাজতে শুরু করেছে বৈসাবির বর্ণিল সুর। বর্ষবরণের এ উৎসবকে সামনে রেখে দুর্গম পাহাড়ের পাড়ায় পাড়ায় চলছে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। উৎসবকে ঘিরে পাহাড়িদের মধ্যে ঐতিহ্যবাহী পোশাক তৈরির হিড়িক পড়েছে। কেউ নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য, কেউ আবার বিক্রির উদ্দেশ্যে কোমর তাঁতের পোশাক তৈরি করছেন। কোমর তাঁতের ছন্দময় শব্দ শোনা যাচ্ছে পাহাড়ের বিভিন্ন জনপদে।

পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান বৈসাবিকে ঘিরে পোশাক তৈরির এ ব্যস্ততা। ত্রিপুরাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’ আর চাকমাদের ‘বিজু’ এ তিনের আদ্যক্ষর ‘বৈসাবি’। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী পৃথকভাবে বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু, নামে বর্ষবরণ ও বিদায়ের উৎসব পালন করে। সমতলের লোকজনের কাছে এ উৎসব ‘বৈসাবি’ নামে পরিচিত।

‘বৈসাবি’ ঘিরে পাহাড়ে বেড়েছে কোমর তাঁতের ব্যস্ততা

জানা যায়, বৈসাবিকে ঘিরে কোমর তাঁতে পোশাক বোনার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এ প্রক্রিয়ায় কাঠ ও বাঁশের কাঠি বিশেষ কায়দায় কোমরে বেঁধে কাপড় বোনা হয়। ঐতিহ্যবাহী এ পোশাক চাকমাদের কাছে পিনন-হাদি আর ত্রিপুরাদের কাছে রিনাই-রিসা নামে পরিচিত। পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোমর তাঁতে বোনা হয়। যেকোনো উৎসব আয়োজনে পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা এ পোশাক পরেন। বৈসাবি উপলক্ষে পাহাড়ি নারীদের পছন্দের শীর্ষে থাকে পিনন-হাদি বা রিনাই-রিসা।

আরও পড়ুন:

সম্প্রতি খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুলপাড়া ঘুরে দেখা গেছে, নৃত্য শিল্পী মেয়ের জন্য কোমর তাঁতে রিনাই বুনছিলেন কনিকা ত্রিপুরা (৪২)। নিজেদের পছন্দের নকশায় তিনি কোমর তাঁতে রিনাই বুনছেন। উৎসবের আগে মেয়ের জন্য রিনাই বুনন শেষ করতে হবে বলে তিনি ব্যস্ত সময় পার করছেন। তার বাড়ির পাশেই বিক্রির জন্য গত একমাস ধরে রাত-দিন রিনাই বুনছেন প্রীতিলতা ত্রিপুরা। এসব পোশাক বিক্রি করে যা লাভ হবে তাতে ছেলে-মেয়ে ও পরিবার নিয়ে বৈসাবি উদযাপন করবেন।

‘বৈসাবি’ ঘিরে পাহাড়ে বেড়েছে কোমর তাঁতের ব্যস্ততা

মাটিরাঙ্গার বড়ঝলা পাড়ার শুভারানী চাকমা দীর্ঘদিন ধরে পিনন-হাদি তৈরি করে সংসারের খরচের যোগান দিচ্ছেন। তিনি বলেন, বছরজুড়ে পারিবারিক কাজের ফাঁকে কোমর তাঁতে পিনন-হাদি তৈরি করি। বৈসাবির সময় পিনন-হাদির প্রচুর চাহিদা থাকে, দামও ভালো পাওয়া যায়। বাড়তি লাভের আশায় গত দুই মাস পিনন-হাদি তৈরি করছি।

জানা গেছে, বৈসাবি এলে পিনন-হাদি বা রিনাই-রিসার চাহিদা কয়েকগুন বেড়ে যায়। নিজেদের ঐতিহ্য ধরে রাখতে সবাই বর্ষবরণে ঐতিহ্যবাহি এ পোশাক পড়েন। উৎসবের আগের এ সময়টাতে নতুন পোশাক তৈরিতে কোমর তাঁতের ছন্দময় শব্দ ধ্বনিত হয় পাহাড়ের বিভিন্ন পল্লীতে।

এমএন/এমএস

Read Entire Article