ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল মোল্লাকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামে ঠান্ডু মোল্লার লোকজনের সঙ্গে মিজান মোল্লার লোকজনের পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত স্থানীয় ছাত্রদল নেতা রফিকুল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
এন কে বি নয়ন/এমএএইচ/