সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রামপুলিশকে মারধরের অভিযোগ

19 hours ago 11

 

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নুরুল হক (৫২) নামের এক গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল উপজেলার আমতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই গ্রামপুলিশ সদস্যকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুরুল হকের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেনের কাছে খবর আসে কয়েকজন মাদকসেবী আমতৈল এলাকায় মাদক সেবন করছে। ইউপি সদস্য দুলাল দূরে থাকায় স্থানীয় গ্রামপুলিশ সদস্য নুরুল ইসলামকে মাদক সেবনে বাধা দিতে বলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা আমতৈল বাজারের কাছে একা পেয়ে ওই গ্রামপুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। হাতুরির আঘাতে ওই গ্রামপুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে। গুরুতর আহত নুরুল ইসলামকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএএইচ/

Read Entire Article