বোরকার আড়ালে মাদক পাচার, গ্রেফতার ২ নারী

1 month ago 20

বোরকার ভেতর পরা ছিল বিশেষ কায়দায় বানানো কটি। তার ভেতর ছিল পকেট। যেখানে লুকিয়ে রাখা হয় ফেনসিডিল। এমন অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি দুই নারীর।

তারা হলেন রত্না রানী (৩৯) ও নার্গিস আক্তার (২৬)। সোমবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

অধিদপ্তরের ইন্সপেক্টর আবু নাঈম মো. কাজী নুরুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এরপর রত্না রানী ও নার্গিস আক্তারের বোরকার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ওই নারীরা ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম

Read Entire Article