বোরখা পরে অস্ত্রসহ স্কুলের সামনে ঘুরছিলেন জালাল, অতঃপর...

3 hours ago 8

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ বোরখা পরিহিত জালাল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। 

আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালো রঙের বোরখা পরে সে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল। এসময় তার চলাফেরায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

Read Entire Article