বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, তবুও খেলতে বাধা নেই আরাফাত সানির

1 day ago 6

আজ ঢাকার ক্রিকেট পাড়ায় একটি খবর খুব চাওর হয়েছে, তাহলো বিপিএলের একদম শেষভাগে এসে, কোয়ালিফায়ার-২ এর ঠিক আগে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে আরাফাত সানির। এ খবর জেনে অনেকেরই ধারনা, চিটাগাং কিংসের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বুঝি এবারের বিপিএল শেষ। তার পক্ষে হয়ত আর এ আসরে মাঠে নামা সম্ভব হবে না।

ব্যাপারটা মোটেই তা নয়। আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিলেও তিনি খেলতে পারবেন এবং কাল বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগাং কিংসের হয়ে খেলবেন।

প্রসঙ্গতঃ গত শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও লঙ্কান রাবিন্দ্রা আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি পরীক্ষা-নীরিক্ষা করবে।

নিয়ম অনুযায়ী সানিকে সাতদিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যিনি এই পরীক্ষা নেবেন সেই নাসির আহমেদ নাসু জানিয়েছেন, সম্ভবত বিপিএল ফাইনালের আগেরদিন, না হয় পরদিন সানির বোলিং অ্যাকশন পরীক্ষা হবে।

তবে নাসু নিশ্চিত করেন, আরাফাত সানির আগামীকাল বুধবার খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার-২ এ খেলা নিয়ে কোন সংশয় নেই। নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও এক সপ্তাহের মধ্যে খেলা নিয়ে কোন সংশয় নেই। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার দুইদিন পর গতকাল সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন আরাফাত সানি; কিন্তু কিছু করতে পারেননি। ২ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

বলে রাখা ভাল, বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন এর আগেও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেটা ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের মাটিতে হওয়া ওই আসরে সানি শেষ পর্যন্ত রিপোর্টেড হয়ে আর মাঠে নামতে পারেননি এবং পরবর্তীতে নিষিদ্ধ হয়ে পড়েন।

এআরবি/আইএইচএস

Read Entire Article