বোলিভিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

4 weeks ago 8

বোলিভিয়ার আন্দিজ পর্বতমালার একটি হাইওয়েতে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শুক্রবারের (২০ নভেম্বর) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। খবর এএফপির।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বোলিভিয়ার রাজধানী লা পাজের সাথে ওরুরো শহরের সঙ্গে সংযোগকারী ওই হাইওয়েতে ঘটা দুর্ঘটনার বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ফুটেজে দেখা গেছে রাস্তায় বেশ কিছু মরদেহ পড়ে আছে। এর পাশেই দুর্ঘটনাকবলিত বাসটি দাঁড়িয়ে আছে। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ২১ জনের মতো।

লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মারকো চেসপেডস সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানিয়েছেন, কমপক্ষে তিনজন দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের লা পাজের কাছাকাছি অবস্থিত এল এইতো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। চালকের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত জুলাই মাসে পশ্চিম বলিভিয়ায় একটি ট্রাক এবং একটি বাসের সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৬ জন আহত হয়।

টিটিএন

Read Entire Article