সাইফের পর দুঃসংবাদ দিলেন বলিউড তারকা অর্জুন কাপুর

3 hours ago 3

বছরের শুরুতেই বলিউডে মন খারাপের খবর শোনা যাচ্ছে। সাইফ আলি খানের ওপর হামলার আতঙ্কের রেশ এখনো কাটেনি। এর মাঝেই এবার দুঃসংবাদ দিলেন অর্জুন কাপুর। তিনি ছাদ ভেঙে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং করছিলেন অর্জুন। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। এতে শুধু অর্জুন কাপুরই নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও আহত হয়েছেন। তারা এখন কেমন আছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার চোখ তখন মনিটরে। হঠাৎ দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। স্রষ্টার কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার উপর। তাহলে আরও অনেক বড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকেই মারাত্মক আহত হয়েছেন। এই ধরনের পুরো বাড়িগুলোকে তো আমরা প্রায়শই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সব সুরক্ষা নিশ্চিত করা হবে।’

বলিউড, সিনেমা, চলচ্চিত্র, সাইফ আলি খান, বিনোদন, বলিউড, আহতসাইফের পর দুঃসংবাদ দিলেন বলিউড তারকা অর্জুন কাপুর

অন্যদিকে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন মারাত্মক ঘটনা ঘটে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বৃদ্ধাঙুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। তবে বরাত জোরে যে সবাই প্রাণে বেঁচে গিয়েছেন, তিনি সেকথাও জানিয়েছেন।

এমএমএফ/জেআইএম

Read Entire Article