বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই

2 months ago 30

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। শুক্রবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পারায় পরিবারগুলোর সদস্যরা ঘর হতে বের পেরেছেন। তবে ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এমডিআইএইচ/ইএ/এএসএম

Read Entire Article