ফেনীতে দাগনভূঞায় মো. আজাদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচ লাখ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার সিলোনীয়া বাজারের চানপুর রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলোনীয়া বাজারের আজাদ স্টোরের মালিক মোহাম্মদ আজাদ দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাজারসংলগ্ন চানপুর রোডের চেনু মাস্টার বাড়ির সামনে তাকে
ছিনতাইকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আজাদের ঘাড়ে, মাথায়, হাতেসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়।
বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন কালবেলাকে বলেন, সিলোনীয়া বাজারে অতীতে এমন ঘটনা ঘটেনি। এটি ব্যবসায়ীদের জন্য মারাত্মক হুমকি। বাজারের ব্যবসার পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী সমাজ অবিলম্বে আমাদের ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
মোশারফ নামের এক ব্যবসায়ী বলেন, বাজারটি সন্ত্রাসী-মাদকবাজদের অভয়ারণ্য হয়ে উঠছে। সিলোনীয়া বাজার ঘিরে রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠছে হায়েনার দল। দ্রুত এদের আইনের আওতায় এনে কঠোর শান্তির ব্যবস্থা করা না গেলে বাজারটি খালি হয়ে যাবে।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার রহস্য দ্রুত উন্মোচিত হবে।