ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে চান এমবাপে

1 month ago 19

ইউরোয় খুবই বাজে খেলেছিলো ফ্রান্স। দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপে তেমনটাই মনে করছেন। ইউরো ব্যর্থতা কাটিয়ে এবার উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামছে ফরাসীরা। এই ম্যাচ দিয়ে নতুন করে শুরু করতে চান কিলিয়ান এমবাপে।

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলেছিলো ফ্রান্স। চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে। ওই ব্যর্থতার পর এবারই প্রথম মাঠে নামছে ফরাসীরা।

ইতালির বিপক্ষে (আজ রাত পৌনে ১টায়) মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর নিজের অভিজ্ঞতা থেকে মানসিকতা পরিবর্তন করে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে এমবাপে বলেন, `এটা এমন এক জায়গা (ক্লাব) যেখানে আমি সব সময় যেতে চেয়েছি। গত বছর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিলো। ‘

`আমার পুরো ক্যারিয়ারে পরাজয়কে ঘৃণা করে এসেছি। গত বছরও আমি জিততে চেয়েছিলাম। এখন আমি সেই মানসিকতাতেই ফিরে এসেছি, পরাজয়কে ঘৃণা করার।‘

এমবাপে স্পেনের রাজধানীতে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, `মাদ্রিদে আমি খুবই সুখি। সময়টা ভালোই যাচ্ছে। আমরা এরই মধ্যে একটি ট্রফি জিতে নিয়েছি। ‘ আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয় নিয়ে কথা বলছিলেন তিনি।

`পারফরম্যান্সের বিচারে আমরা ভালো থেকে ভালোর দিকে যাচ্ছি। আমি গোল পেয়েছি। একই এনার্জি নিয়ে আমি এখানে (প্যারিস) এসেছি। যেভাবেই হোক ফ্রান্সকে আমি জেতাতে চাই। ‘

ইতালির বিপক্ষে ফ্রান্স খেলবে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে। যেটা আবার পিএসজির হোম গ্রাউন্ড। এখানে ফিরতে পেরে কেমন অনভূতি হচ্ছে? এমবাপে বলেন, `আমাকের কিভাবে স্বাগত জানাবে, জানি না। আমি খুব বেশি আশাও করি না। এটা নিয়ে ভাবিও না। আমার কাছে মূল বিষয় হলো, জয়।‘

আইএইচএস/

Read Entire Article