ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা

2 months ago 7

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এই সভা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হাসিনা শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এফএআর/এমআইএইচএস

Read Entire Article