ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে নেটিজেনদের প্রতিক্রিয়া

4 hours ago 1

রাজধানীর মহাখালী, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। তাই তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে নানাবিধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা।

মুমতাজুল কবীর আক্ষেপ করে লিখেছেন, ‘অবৈধ গাড়ি চালকেরা বৈধ গাড়ি চালকদের আটকে দেয়।’ অজয় কুমার রায় লিখেছেন, ‘মোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশাওয়ালাদের মহড়া চলছে...’

মো. নাসিম উদ্দিন লিখেছেন, ‘ঢাকা শহরে শুধু অটোরিকশাই চলুক, মেট্রোরেলসহ সকল যানবাহন নিষিদ্ধ করা হোক।’ একই সুরে নাজমুল হুদা লিখেছেন, ‘শুধু অটোরিকশা রেখে পৃথিবীর সব যানবাহন তুলে দেওয়া উচিত!’

সাফিনা আক্তার লিখেছেন, ‌‘আমি যদি অটোওয়ালাদের পক্ষে যাই। তবে কি আপনি বা তুমি মাইন্ড করবা? আবার আনফ্রেন্ড করবেন না তো কেউ? আমি অটোরিকশার পক্ষে।’

এএইচএম রাফসান উদ্দিন খন্দকার লিখেছেন, ‘অটোওয়ালাদের সঙ্গে রিকশা কই। দেখি দলবদ্ধ হয়ে মিছিল করে বিভিন্ন দিক থেকে আসতেছে রাজনৈতিক দলের মতো। এদের এখনই প্রতিরোধ করা উচিত।’

হাসান আদিব লিখেছেন, ‘প্যাডেল না ব্যাটারি, ব্যাটারি, ব্যাটারি’... সেনাবাহিনী বাঁশি দিতেই পায়ে ভর করে ব্যাটারিদের ভো-দৌড়!’

আব্দুর রহিম বেলাল লিখেছেন, ‘ব্যক্তিগত কার চললে রিকশাও চলবে! রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।’

জাহাঙ্গীর কবির লিখেছেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলনে মহাখালী রেলপথ অবরোধ। যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে তিন বিভাগে সকল ট্রেন চলাচল বন্ধ।’

এসইউ/জিকেএস

Read Entire Article