ব্যাটিং ব্যর্থতায় চাপে কিউইরা

1 month ago 17
দিনের প্রায় শেষ দিকে এসে ইংল্যান্ড পেসার ব্রাইডন কার্সের বলে কিপারের গ্লাভসবন্দি হলেন ড্যারিল মিচেল। টম ব্লান্ডেলকে নিয়ে বাকি দুই ওভার কাটিয়ে দেন নাইটওয়াচম্যান হয়ে নামা উইল ও’রুরকি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগে দাপুটে শুরুর পর প্রথম দিন শেষে মোটামুটি স্বস্তি ইংল্যান্ড শিবিরে। আর ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাটিং বিনোদন দেখিয়েছিল ইংল্যান্ড। ৫৪.৪ ওভারে ৫.১২ গড়ে ২৮০ রান তোলে সফরকারীরা। ১১৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৩ রানের দাপুটে ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। এ ছাড়াও কিপার ব্যাটার ওলি পোপ ৭৮ বলে খেলেছেন ৬৬ রানের ইনিংস। তবে লেট মিডল অর্ডারের ব্যাটাররা কেউই সুবিধা করতে না পারায় তিনশ ছোঁয়া হয়নি ইংল্যান্ডের। এক সেশন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে কিউইরা। পেস তোপে পড়ে ২৬ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছেন তারা। প্রথম দিন শেষেই ১৯৪ রানে এগিয়ে রইল ইংলিশরা।
Read Entire Article