পুরো সিরিজজুড়েই দুর্দান্ত বোলিং করলেন রিশাদ হোসেন। মিরপুরে শেষ ওয়ানডেতেও নিলেন ৩ উইকেট। প্রথম ওয়ানডেতে ৬টি আর দ্বিতীয়টিতে নিয়েছিলেন ৩ উইকেট।
সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একাই ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উইকেট নিয়েছেন ৬টি।
শুধু বোলিংয়েই নয়। ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রেখেছেন রিশাদ। তিন ম্যাচে করেছেন ৬৮ রান। আজ (৩ রান) ভালো করতে না পারলেও প্রথম ওয়ানডেতে ২৬ আর দ্বিতীয় ম্যাচে ১৪ বলে করেছিলেন অপরাজিত ৩৯!
প্রথম দুই ওয়ানডেতেই ম্যাচসেরা হয়েছিলেন রিশাদ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হয়েছেন সিরিজসেরাও। শেষ ওয়ানডেতে ৯১ রানের ইনিংস খেলা সৌম্য সরকার ম্যাচসেরা।
এমএমআর