পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, এই বছরের ব্যালন ডি'অর পুরস্কার ভিনিসিয়ুস জুনিয়রের প্রাপ্য ছিল, যা তিনি রদ্রিকে দেওয়ায় অন্যায় হয়েছেও বলে উল্লেখ করেছেন। শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বক্তব্য রাখতে গিয়ে রোনালদো এই মন্তব্য করেন।
রোনালদো বলেন, ‘আমার মতে, ভিনিসিয়ুস ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য ছিলেন। এটা অন্যায় হয়েছে। রদ্রি এই পুরস্কারের উপযুক্ত ছিলেন, তবে ভিনিসিয়ুস এটি আরও বেশি প্রাপ্য ছিলেন কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ফাইনালে গোল করেছেন।’
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত প্যারিসের ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থরা অংশগ্রহণ করেননি। তবে পরে তিনি ফিফা দ্য বেস্ট পুরস্কার এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
এই প্রসঙ্গে রোনালদো ফ্রান্স ফুটবলের সমালোচনা করে বলেন, ‘এই ধরণের গালা অনুষ্ঠানে সবসময় একই কাজ করা হয়।’
গ্লোব সকার রোনালদোকে ২০২৪ সালের সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার প্রদান করে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি এই পুরস্কার অর্জন করেন।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায়ের পর আল নাসরে যোগ দিয়ে এখন পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন রোনালদো।
রোনালদো আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরীণ সমস্যার প্রসঙ্গে বলেন, ‘সমস্যা কোচের নয়। সমস্যাটা অনেক গভীরে। যদি মাছ অসুস্থ হয় এবং তাকে বাইরে এনে চিকিৎসা করে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সমস্যাটা থেকেই যাবে।’
এই মন্তব্যের মাধ্যমে রোনালদো ক্লাবের মূল সমস্যাগুলো সমাধানে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।