গত সোমবার ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। কোচ হয়ে মাদ্রিদে বসেই দল গোছানো শুরু করেছেন এ ইতালিয়ান। ব্রাজিলের গণমাধ্যমে খবর, কোচিং স্টাফে সহকারী হিসেবে দেশটির সাবেক বিশ্বজয়ী কাকাকে চাচ্ছেন আনচেলত্তি। আনচেলত্তির সঙ্গে কাকার সম্পর্ক বেশ ভালো। এসি মিলানে তার কোচিংয়ে খেলেছেন কাকা। সাবেক শিষ্যকে সহকারী হিসেবে চান আনচেলত্তি। কাসেমিরোকেও ব্রাজিল দলে ফিরিয়ে আনতে […]
The post ব্রাজিলে যেয়ে কাকাকে চাচ্ছেন আনচেলত্তি appeared first on চ্যানেল আই অনলাইন.